Site icon AB's Blog

সন্ধ্যা ভজন

1. শ্রীগুরু বন্দনা (ভজন)

ভব সাগর তারন কারন হে, রবি নন্দন বন্দন খন্ডনহে।
শরনাগত কিঙ্কর ভীতমনে, গুরুদেব দয়া কর দীনজনে।।
হৃদি কন্দর তামস ভাস্করহে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে।
পর ব্রহ্ম পরাৎপর বেদভনে, গুরুদেব দয়া কর দীন জনে।।
মন বারন শাসন অধুশহে, নর প্রান তরে হরি চাক্ষুষ হে।
গুন গান পরায়ন দেবগনে, গুরুদেব দয়াকর দীন জনে।।
কুল কুন্ডলিনী ঘুম ভঞ্জক হে, হৃদিগ্রন্থি বিদারন কারক হে।
মন মানস চঞ্চল রাত্র দিনে, গুরুদেব দয়াকর দীন জনে।।
রিপু সুদন মঙ্গঁল নায়কহে, সুখ শান্তি বরাভয় দায়ক হে।
ত্রয় তাপ হরে তব নাম গুনে, গুরুদেব দয়াকর দীন জনে।।
অভিমান প্রভাব বিমদ্দর্কহে, গতিহীন জনে তুমি রক্ষক হে।
চিত্ত শঙ্কিত বঞ্চিত ভক্তিধনে, গুরুদেব দয়া কর দীন জনে।।
তব নাম সদা শুভ সাধকহে, পতিতা ধর্ম মানব পাবক হে।
মহিমা তব গোচর শুদ্ধমনে গুরুদেব দয়াকর দীন জনে।।
জয় সদ গুরু ঈশর প্রাবকহে, ভবরোগ বিকার বিনাশক হে।
মন যেন রহে তব শ্রীচরনে, গুরুদেব দয়াকর দীন জনে।।


2. দাসের প্রার্থনা পূর্ণ করো দয়াময়
তবো পদে মতি রতি সদা যেন রয়
তবো পদ হতে যেন দূরে নাহি যাই
যখন যেভাবে থাকি তবো গুণ গাই
নিবাড়িতে নারি প্রভু কুমতি প্রবল
কৃপানাথ কৃপাকরে দাও হৃদে বল
পরনিন্দা পরচর্চা হতে রাখো দূরে
তবো গুণ গাঁথা যেন প্রাণে সদা বাজে
অহংকার অভিমান কিছুতে না যাই
করুনার দাস করে রাখো রাঙা পায়
বিষয়ে সহজে হয় আসক্তি যেমন
তেমনি তুমাতে যেন নিত্য থাকে মন
লোকমান্য নাহি চাই করো দীনহীন
দীননাথ এ শরীরে ফুরাইল দিন
অসংখ্য আমার ত্রুটি করি সংশোধন
কৃতার্থ করহে দাসে এই অকিঞ্চন |

Exit mobile version