মুড়ি ঘন্ট রেসিপি

FacebookTwitterEmailWhatsAppGoogle ClassroomTumblrLinkedInRedditPocketPrintMessageLineMessengerSnapchatWykopWeChatGoogle TranslateTeamsTelegramShare
পিয়াজএলাচি
রসুনগোবিন্দভোগ চাল
হলুদ গুঁড়াদারুচিনি
জিরা গুঁড়ালবঙ্গ
ধনিয়া গুঁড়াআস্ত  শাহী  জিরা
লংকা গুঁড়াসর্ষের  তেল
বড় কাতলা মাছের মাথাকাশ্মীরি  লঙ্কা  গুঁড়া
গোল  মরিচতেজপাতা
গরম মশলাঘি
আলু 
উপকরণ : 👆👆👆
মুড়ি ঘন্ট রেসিপি পদ্ধতি:  

মাছের  মাথাকে  লবন  আর  হলুদ  মেখে  ৩০  মিনিট  মেরিনেট  করে  রাখি | গোবিন্দভোগ  চাল  ও  ৩০  মিনিট  ভিজিয়ে  রাখি |

৩০  মিনিট  পর  চুলায়  ১টি  প্যান  বসিয়ে  গরম  করে  নেবো |প্যান গরম  হয়ে  গেলে  তাতে  সর্ষের  তেল  দেব  ২  চামচের  মতো |তেল  গরম  হয়ে  গেলে  ম্যারিনেট  করে  রাখা  মাছের মাথা বাদামি  করে  ভেজে  নেবো |ভালো  করে  ভাজা  হলে  মাথাটা  স্প্যাটুলা  দিয়ে  একটু  নাড়া  দিলে  এ  ভেঙে  যাবে |কিন্তু ভাঙা  যাবেনা | এবার  মাথাটা  তেল  থেকে  তুলে  নিয়ে  বর্গাকার  কেটে  রাখা  আলু  ভেজে  তুলে  নেবো |

এবার  ১ টেবিল  চামচ  শাহী  জিরা  ,৩ টুকরো দারুচিনি ,৪টি  এলাচি ,২টি তেজপাতা  ,২টি শুকনো  লঙ্কা  , ৩টি  লবঙ্গ  দিয়ে  ফোড়ন দেব |অল্প  আঁচে  ফোড়ন  ভেজে  নেবো |ফোড়ন থেকে  সুন্দর  ১টা  গন্ধ  বেরুলে  পিয়াজ  কুচি  দিয়ে  ২  মিনিট  ভেজে  নেবো |তারপর  ২চামচ  আদা  রসুন  পেস্ট  দিয়ে ৩মিনিট  ভাজবো | তারপর   স্বাদমতো  লবন ,১  চা   চামচ  হলুদ  গুঁড়া,১  চা  চামচ  কাশ্মীরি  লংকা  গুঁড়া, ১  চা  চামচ  জিরা  গুঁড়া দিয়ে  অল্প  অল্প  করে  জল  দিয়ে  মশলা ভালো  করে  কষিয়ে  নেবো |৫  থেকে  ৬  মিনিটের  মধ্যে  মশলা  কষানো  হয়ে  যাবে |

এবার  এতে  চাল দেই |চাল  ও  মশলা  ভালো  করে  মিলিয়ে  নেই |চুলার  আঁচ কমিয়ে  ৩  মিনিটের  মতো  চাল  ভেজে  নেবো |এবার  এতে  জল  দিয়ে  চাল  জল  মিশিয়ে  নেবো |তারপর  এতে  ভেজে  রাখা  আলুগুলু  দিয়ে  ঢেকে  দেব |অল্প  আঁচে  ৪-৫  মিনিট  আলু  ও  চাল  অর্ধেক সেদ্ধ  করে  নেবো |৫  মিনিট  পর  ঢাকনা  তুলে  চালগুলো  নেড়ে  দেব |২-৩  মিনিট  বিরামহীন নেড়ে  এরপর  এতে  ভেজে  রাখা  মাছের  মাথা  দেব |সবগুলো  উপকরণ  ভালো  করে  নেড়ে  ১৫-২০ মিনিট  অল্প  আঁচে  ঢেকে  ভালো  করে  সেদ্ধ  হতে  দেব |

১০ মিনিট  পর  ঢাকনা  তুলে  ১ বার  নেড়ে  দেব  যাতে  চালগুলো  লেগে  না  যায় |আবার  ঢেকে  দেব  আরো ১০  মিনিটের  জন্য |১০  মিনিট  পর  ঘি  ও  গরম মশলা দিয়ে  নেড়ে  ঢেকে  রাখতে  হবে   ১৫  মিনিট |


Disclaimer: The information provided on this blog is for general informational purposes only. It should not be considered legal or financial advice. The views expressed on this blog are solely those of the author and do not necessarily represent the views of any affiliated organizations or companies. The author is not liable for any errors or omissions in the information provided, nor for any losses, injuries, or damages that may result from the use of this information. Readers are advised to seek professional advice before making any decisions based on the information provided on this blog.

2 replies on “মুড়ি ঘন্ট রেসিপি”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *